অভিনব প্রতারনা : বিয়ের দিনই নববধু বদল !

new_brideসুরমা টাইমস ডেস্কঃ বিয়ের দিন নববধু বদলের চাঞ্চল্যকর প্রতারনার শিকার হলেন এক অপ্রাপ্ত বয়স্ক যুবক। আর অভিনব প্রতারনার ঘটনাটি ঘটেছে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের দক্ষিণ পাড়ায়।
স্থানীয়রা জানায়, এলাকার সাহাব মিয়ার অবিবাহিত কন্যা তছলিমা আক্তারের সাথে গত ১৩ এপ্রিল ঈদগাও বাস ষ্টেশনস্থ নুরুল ইসলামের অপ্রাপ্ত বয়স্ক পুত্র রিয়াজ উদ্দিনের বিবাহের ফর্দ নামা সম্পন্ন হয়। আকদও পড়ানো হয়। এরপর কাবিন করতে আসে ঈদগাও বাজারস্থ জালালাবাদ কাজী মৌলভী মুহিবুল্লাহর কাছে। বরের বয়স কম হওয়ায় তিনি কাবিন সম্পন্ন করতে পারেনি। এ কথা স্বীকার করলেন কাজী মুহিবুল্লাহ। এদিকে বিয়ে অনুষ্টানের পূর্ব রাতেই তছলিমা তার আগের প্রেমিকের সাথে গোপনে উধাও হয়ে যায়। এ কথা সস্পূর্ণ গোপন রেখে বিয়ের দিন নববধু হিসেবে তুলে দেয় তছলিমার বড় বোন মোহছেনাকে। মোহছেনা বিবাহিত এবং ১ সন্তানের জননী।
এদিকে বরপক্ষ নববধুকে বাড়িতে আনার পর বুঝতে পারে এ ঘটনা। এ নিয়ে শুরু হয় দু পক্ষের মধ্যে বিরোধ। ঘটনাটি সুরাহা করার আশ্বাস দিয়ে কালক্ষেপন করতে থাকে কনে পক্ষ। এরই এক পর্যায়ে নববধু মোহছেনা কৌশলে স্বর্ণালংকার নিয়ে স্বামী বাড়ি থেকে বাপের বাড়িতে চলে যায়।
বরের পিতা জানান আমার স্ত্রী অসুস্থ হওয়ায় ছেলের বয়স কম হওয়ার পরও বিয়ের ব্যবস্থা করেছিলাম। কিন্তু তারা আমাদের সাথে চরম প্রতারনা করেছে। এদিকে জানা গেছে, প্রতারকের পরিবারটি ইতিমধ্যে ঈদগাও ইউপি চেয়ারম্যানের কাছে উল্টো লিখিত বিচার দায়ের করেছে।