বিশ্বনাথে ফুটপাতে সিড়ি নির্মাণে উত্তেজনা

4.psdস্টাফ রিপোর্টারঃ বিশ্বনাথে সরকারী জায়গা দখল করে ব্যক্তিমালিকানা মার্কেটের জন্য সিড়ি নির্মাণ করার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। প্রথমদিকে স্থানীয় জনগণের চাপে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিড়ি ভেঙ্গে দিলেও পরবর্তিতে আবারো সেখানে সেই সিড়ি নির্মাণ করা হয়েছে।

সরেজমিন দেখা গেছে, বিশ্বনাথ বাসিয়া নদীর ব্রিজ ঘেঁষে একটি মার্কেট গড়ে উঠেছে। এ ব্রিজের পাশ দিয়ে ফুটপাতের উপরে নির্মাণ করা হয়েছিল একটি সিড়ি। এই সিড়ি দিয়ে মার্কেটের দু’তলায় উঠানামা করা হয়। ব্রিজ ঘেঁষে এ সিড়ি নির্মাণ হওয়ায় কয়েকবার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। একপর্যায়ে স্থানীয় জনগণ অবৈধ ভাবে নির্মিত এ সিড়ির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুল হকের নির্দেশে তা ভেঙে ফেলা হয়। ফলে সাধারণ মানুষ ঠিক মতো যাতায়াত করতে পারতেন। কিন্তু কয়েক মাস পর হঠাৎ করে গত মঙ্গলবার আবারো ওই সিড়ির নির্মাণ করায় আবারো ক্ষোভ দেখা দেয় স্থানীয়দের মধ্যে। অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ম্যনেজ করে আবারো এ সিড়ি নির্মাণ করায় বর্তমানে তিনি নিরব ভূমিকা পালন করছেন। অভিযোগ রয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি তার উচ্ছেমতো যা-তা করে চলেছেন।

আ.লীগ নেতার স্থাপনা নির্মাণ বন্ধের নির্দেশ