মৌলভীবাজারে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের জেলা কাউন্সিল সম্পন্ন

সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক তোফায়েল

Moulvibazar Pic- 2মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ মৌলভীবাজারে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের ত্রি-বার্ষিক জেলা কাউন্সিল সম্পন্ন হয়েছে গত ৮ মে। এসোসিয়েশনের জেলা আহবায়ক আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী সৈয়দ মিজানুর রহমান শিপুর পরিচালনায় জেলার াস্থ রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ কাউন্সিলের উদ্বোধক ছিলেন রাজনগর উপজেলা স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পার্থ সারথি দত্ত কাননগো। প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মাতব্বর হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় সদস্য মোঃ ফারুক আলম, সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক মনির উদ্দিন ও হবিগঞ্জ জেলা সাধারন সম্পাদক কামাল হোসেন। আলোচনা মূলক বক্তব্য রাখেন এস.আই.ডব্লিউ.এ.বি কেন্দ্রীয় সভাপতি মোঃ খছরু মিয়া চৌধুরী, কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন আহমদ, রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল মালিক, কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক সুরৎ চন্দ্র সিংহ, বড়লেখা উপজেলা সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন লিটন, জুড়ী উপজেলা সাধারণ সম্পাদক জাবেদুজব। ল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা ও জেলা আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান। বক্তব্য রাখেন- আহবায়ক কমিটির সদস্য সচিব পরিমল রায় ও রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার উত্তম কুমার শর্ম্মা। উপস্থিত সাংবাদিকদেও পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী শ. ই. সরকার উপস্থিত ছিলেন- রাজনগর উপজেলা স্বাস্থ্য সহকারী আব্দুল মালিক, হরিপদ দেব, মোঃ জয়নাল আবেদীন, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী দ্বীজেন্দ্র চার্টাজী, মোঃ মতিউর রহমান, মোঃ আব্দুল আউয়াল, সিলেট দক্ষিন সুরমা উপজেলা স্বাস্থ্য সহকারী মোঃ এনায়েত উল্লাহ, দ্বিপক কুমার দেব, সায়েকুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য সহকারী জমির উদ্দিন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী কামাল আহমদ, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য সহকারী আনিছুর রহমান প্রমুখ। কাউন্সিলে ব্যাপক আলোচনা ও সর্বসম্মতিক্রমে আব্দুল আহাদ চৌধুরীকে সভাপতি ও মোঃ তোফায়েল হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ মৌলভীবাজার জেলা শাখা গঠন করা হয়। সবশেষে, উপস্থিতিবৃন্দের সাথে নব-নির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে রাতে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।