সুরমা টাইমস রিপোর্টঃ মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অনন্ত ২০ জন। নিহত স্কুল ছাত্রীর নাম রিংকু বেগম।
সোমবার বিকেল ৪টার দিকে মৌলভীবাজার-শেরপুর রোডের সদর উপজেলার কাজিরবাজার এলাকায় একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত স্কুলছাত্রী রিংকু সদর উপজেলার আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, মৌলভীবাজার থেকে ছেড়ে আসা একরাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লেগে উল্টে যায়। এতে অন্তত ২০-২৫ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে দায়িত্বরত চিকিৎসক রিংকুকে মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি আব্দুস ছালেক জানান, ঘাতক বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আশা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।