যুক্তরাজ্যে তিন কন্যার জয় : সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছা সেবক লীগের অভিনন্দন
যুক্তরাজ্যের পার্লামেন্ট নিার্বচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী সহ তিন বাংলাদেশী বংশুদ্ভুত নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি সুব্রত পুরকায়স্থ, সিলেট মহানগর স্বেচ্ছা সেবক লীগের সভাপতি এডভোকেট শেখ মখলু মিয়া, সিলেট জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ফখরুল ইসলাম, মহানগর স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট বেলাল আহমদ, লন্ডন মহানগর স্বেচ্ছা সেবক লীগের সভাপতি সুহেল আহমদ সাহেল এক যুক্ত বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের একজন সদস্য টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যে পার্লামেন্টের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় বাংলাদেশের মত সারা বিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণিত হয়েছে। টিউলিপ সিদ্দিকী সহ তিন বাংলাদেশী বংশুদ্ভুত নব নির্বাচিত এমপি ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন যৌক্তিক দাবী দাওয়া তুলে ধরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি