ছাতকে বৃদ্ধকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগে থানায় অভিযোগ দায়ের

ছাতক প্রতিনিধিঃ ছাতকে ঘর থেকে ডেকে নিয়ে ইয়াছিন আলী (৬০) নামের এক বৃদ্ধকে মারধোর করে গুরুতর আহত করেছে দূবৃত্তরা। এ ঘটনায় আহতের পুত্র আলমগীর হোসেন বাদি হয়ে বুধবার রাতে থানায় একটি এজাহার দায়ের করেছেন। দায়ের করা এজাহারে গ্রামের আফতর আলীর পুত্র সনজিদ আলী ও রাকিব আলী এবং একই গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র রাজু মিয়ার নাম উলেখ করে অজ্ঞাত আরো ৫জনকে আসামি করা হয়। বৃহস্পতিবার এ অভিযোগের প্রেক্ষিতে ছাতক থানা পুলিশের এসআই কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শনের কথা স্বীকার করে বলেন, ঘটনাটির সত্যতার ভিত্তিতেই আজই (বৃহস্পতিবার) মামলা রেকর্ড ভূক্ত করা হবে।

আহত ইয়াছিন আলী উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত আরকান আলীর পুত্র। তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে তার পরিবারের লোকজনরা জানিয়েছে। জানা যায়, ৬এপ্রিল রাত ১টার দিকে জমির ধান কেটে কে বা কাহারা নিয়ে যাচ্ছে এমন সংবাদটি কৌশলে ইয়াছিন আলীকে জানায়। এ সংবাদ পেয়ে ক্ষেতের ধান দেখতে বসত ঘর থেকে বাহির হয়ে এগুতে থাকেন। পূর্ব পরিকল্পিত ভাবে ওৎপেতে থাকা আসামিরা জোরপূর্বক গ্রামের পশ্চিম দিকে সড়কের পার্শ্বে জমিতে নিয়ে প্রাণে মারার চেষ্টা চালায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারিরা গুরুতর আহত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে কৈতক হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে হাসপাতালে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।