জনপ্রতিনিধি কে নিয়ে কটুক্তি : প্রতিবাদে বিশ্বনাথে এলাকাবাসীর বৈঠক

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিলু মিয়ার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। মিথ্যা বক্তব্য ইন্টারনেট ও গণমাধ্যমে প্রচার করেন অলংকারি গ্রামে মর্তুজ আলীর ছেলে নাজমুল ইসলাম মখবুল। বিষয়টি এলাকাবাসির দৃষ্টিগোচর হলে এলাকার মানুষের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। এলাকার একজন জনপ্রতিনিধির বিরুদ্বে ব্যক্তি স্বার্থ হাসিল করতে গিয়ে মিথ্যা প্রভাকান্ডা চালিয়ে জনগণকে বির্ভ্রান্ত সৃষ্টি করা হয়। পরে উপজেলা চেয়ারম্যান ও এলাকার মুরব্বীয়ানরা বিষয়টি বৈঠকে নিশ্চিত করার উদ্যোগ গ্রহন করেন।
অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিলু মিয়াকে নিয়ে ইন্টারনেটে কটুক্তির প্রতিবাদে এলাকাবাসি উদ্যোগে গতকাল রোববার সকালে স্থানীয় পীরের বাড়িতে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
বৈঠক সূত্রে জানাযায়, বৈঠকে অভিযুক্ত নাজমুল ইসলাম মখবুল এর পিতা ও স্বজনরা উপস্থিত ছিলেন। তবে নাজমুল ইসলাম মখবুল উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত হননি তিনি। মতুর্জ আলী পুত্র নাজমুল ইসলাম মখবুল ইউপি চেয়ারম্যানের লিলু মিয়া বিরুদ্ধে মিথ্যা প্রচারনার জন্য এলাকাবাসির কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং উপস্থিত সবার সামনে ছেলে ভৎসনা করেন। উপস্থিত এলাকাবাসিকে আশ্বস্থ করেন আগামীকাল মঙ্গলবার ফের বৈঠকে ছেলে কে নিয়ে হাজির হবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন অলংকারি ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, এলাকার বিশিষ্ট মুরব্বী লিয়াকত আলী, মতছির আলী, আবদুস সাত্তার, রফিক মিয়া, খালিক মেম্বার, জয়নাল মেম্বার, রশিদ আলী, আখদ্দুছ আলী, কবির মিয়া, ওয়াতির আলী, চুনু মিয়া,রফিক আলী, সিরাজউদ্দিন, জামাল আহমদ, আমির আলী, তেরাব আলী,হেলাল মিয়া, তোরাব আলী, সাজ্জাদ মিয়া, আওয়াল আলী, গিয়াসউদ্দিন, কুটি মিয়া, আলতাবুর রহমান, জব্বার আলী, স্বপন, মফিজ আলী, আশিক মিয়া, তাজ আলী, মস্তাক আহমদ, হুশিযার আলী, খুর্শেদ আলী, ওয়াদুদ মিয়া,আখতার মিয়া,বশির মিয়াসহ এলাকার যুব সমাজের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।