‘যারা মানুষ পুড়িয়ে মারে তাদেরকে মানুষ ভোট দেয় কেন’?

hasinaসুরমা টাইমস ডেস্কঃ যারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারে সহিংসতা করে তাদেরকে মানুষ ভোট দেয় কী করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, তার সরকার শিক্ষার বিস্তারে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। শাহজাদপুরেই রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কর্মের সত্যিকারের বিকাশ ঘটেছিল উল্লেখ করে তিনি বলেন, বাঙালি জাতি ও বাংলার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের যে আকাঙ্খা ছিল তা বাস্তবায়ন করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এর আগে সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও নবনির্মিত পাসপোর্ট অফিস, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলোজি, সিরাজগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সম্প্রসারিত কার্যক্রম ও শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন করেন তিনি।