সুলতানা কামালদের গাড়িবহরে হামলা : ওসিসহ আহত ২

khagrachari-dd_298সুরমা টাইমসঃ রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি) গাড়িবহরে হামলা চালিয়েছে বাঙালিরা। এতে রাঙ্গামাটি সদর থানার ওসি মনু সোহেল ইমতিয়াজ ও ইলোরা দেওয়ান নামে প্রতিনিধি দলের এক সদস্য আহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।গাড়িবহরে ছিলেন সিএইচটি কমিশনের সমন্বয়কারী খানা শামস আহমেদ, অ্যাডভোকেট সুলতানা কামাল, ব্যারিস্টার সারা হোসেন, ড. ইফতেখারুজ্জামান ও কলামিস্ট ইলোরা দেওয়ান
এর আগে সিএইচটি কমিশনের রাঙ্গামাটিতে ‘গোপন’ সফরের প্রতিবাদে শহরে তাৎক্ষণিক অবরোধ করলে রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সে অবরুদ্ধ হয়ে পড়ে সিএইচটি কমিশনের প্রতিনিধি দল। প্রতিবাদের মুখে কমিশনের নেতারা ‘গোপনে’ রাঙ্গামাটি সফর করছেন এমন খবর ছড়িয়ে পড়লে শনিবার সকাল থেকে বাঙালিদের একাধিক সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। তারা বিক্ষোভ-মিছিলসহ পর্যটন কমপ্লেক্সের সামনে জড়ো হয়ে অ্যাডভোকেট সুলতানা কামালের নেতৃত্বাধীন সিএইচটি কমিশনের প্রতিনিধিদের ঘেরাও করে।রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল জানান, সিএইচটি কমিশন রাঙ্গামাটি সফরের বিষয়ে প্রশাসনকে জানানো হয়নি
পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের রাঙ্গামাটি জেলা সভাপতি পিয়ার আহমেদ খান বলেন, সিএইচটি কমিশনের প্রতিনিধিদল একতরফাভাবে শুধু পাহাড়িদের পক্ষে কাজ করছে। বাঙালিদের কোনো সমস্যা নিয়ে তারা আলোচনা করছে না। এরই প্রতিবাদে বাঙালিদের ছয়টি সংগঠন কমিশনের প্রতিনিধি দলকে অবরুদ্ধ করে।
রাঙ্গামাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু সোহেল ইমতিয়াজ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।বাঙালি সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে প্রতিনিধিদলকে নিরাপদে রাঙ্গামাটি ত্যাগ করার ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে বান্দরবানে সিএইচটি কমিশনের আগমন রুখতে বাঙালি সংগঠনগুলোর ডাকা টানা চারদিনের সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
পার্বত্য নাগরিক পরিষদ এবং বাঙালি ছাত্র পরিষদসহ বাঙালি সংগঠনগুলোর নেতাকর্মীরা শনিবার সকাল থেকেই বান্দরবান-চট্টগ্রাম প্রধান সড়কের বাসস্ট্যান্ড এলাকাসহ জেলার প্রবেশপথগুলোতে অবস্থান নিয়ে সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।