শান্তিতে নোবেল পেলেন মালালা-কৈলাশ

Malala and Koilashসুরমা টাইমস রিপোর্টঃ নারীশিক্ষা আন্দোলনের নির্ভীক অগ্রপথিক পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই (১৭) ও ভারতের শিশু অধিকার বিষয়ক কর্মী কৈলাশ সত্যার্থিকে (৬০) যৌথভাবে বিরল সম্মান নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। শান্তিতে এ নোবেল জয় করেছেন মালালা ও কৈলাশ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এদিকে সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার জয়ের অসামান্য গৌরব অর্জন করলেন মালালা। মাত্র ১৭ বছর বয়সে নোবেল জয়ের ঘটনা বিশ্বে এটাই প্রথম। ২০১২ সালের অক্টোবরে মেয়েদের শিক্ষার প্রচার ও প্রসারে প্রচারণা চালানোর কারণে পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবানের বন্দুকধারীরা মালালার মাথায় গুলি করে। মুমূর্ষু মালালাকে পাকিস্তানের হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বৃটেনে পাঠানো হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এ কিশোরী এবং সেখানকার একটি স্কুলে ভর্তি হওয়ার পাশাপাশি মেয়েদের শিক্ষার প্রচার ও প্রসারে নবোদ্যমে কাজ শুরু করেন। অন্যদিকে, কৈলাশ মহাত্মা গান্ধীর নীতি অনুসরণ করেন এবং এ পর্যন্ত শান্তিপূর্ণ বহু আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আর্থিক মুনাফা লাভের জন্য শিশুদের ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা নেন কৈলাশ।