সিলেটের লেখকরা ব্রাহ্মণবাড়িয়ার বৈশাখী উৎসবে

কবি অনিল সরকার ছিলেন অসা¤প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক বৈশাখী উৎসবে স্মরণ সভায় কবি দিলীপ দাস

Dilip Dasত্রিপুরার কবি দিলীপ দাস বলেছেন, কবি অনিল সরকার ছিলেন অসা¤প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক। তিনি ছিলেন সাহিত্য সংস্কৃতির অন্যতম পৃষ্ঠপোষক। দুই বাংলার সাহিত্য সংস্কৃতিকেই তিনি সমৃদ্ধ করেছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে স¤প্রীতির বন্ধনকে মজবুত করবার ব্যাপারে তিনি ছিলেন এক সাহসী যোদ্ধা। সাহিত্য একাডেমি আয়োজিত বৈশাখী উৎসবের ৫ম দিন কবি অনিল সরকার স্মরণ সভায় কবি দিলীপ দাস একথা বলেন। সাহিত্য একাডেমির পরিচালক উপাধ্যক্ষ এর কে এম শিবলীর সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন কবি ও ছড়াকার শাহাদাত বখত শাহেদ, কবি সৈয়দ মুক্তদা হামিদ। আলোচনায় অংশগ্রহণ করেন কবি মহিবুর রহিম, গল্পকার সাদমান শাহিদ, হাবিবুর রহমান পারভেজ প্রমুখ। অনুষ্ঠানমালার শুরুতেই মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ রচিত একাত্তর আমাদের অহঙ্কার বইয়ের মোড়ক উম্মোচন করেন কবি দিলীপ দাস। গ্রন্থটির উপর আলোচনা করেন জহিরুল ইসলাম চৌধুরী স্বপন। লেখক তার অনুভূতি প্রকাশ করেন। আলোচনা সভার পর কবিতা আবৃত্তি করেন তিতাস আবৃত্তি সংগঠনের সদস্য বৃন্দ। নৃত্য পরিবেশন করেন সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের শিল্পীবৃন্দ।