সিলেট সাহিত্য ফোরাম আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্টান
সিলেট সাহিত্য ফোরাম আয়োজিত মহান স্বাধীনতার ৪৪ বছর পূর্তি উদযাপন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্টান ১০/০৪/২০১৫ ইং বেলা ২ঘটিকায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হল রুমে ফোরামের সভাপতি মোহাম্মদ সায়েস্তা মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক জনাব শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের (ইংরেজী) প্রফেসর জনাব এম এ বায়েছ। বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি ও ফোরামের উপদেষ্টা জনাব মিজানুর রহমান মিজান, অনলাইন পত্রিকা দৈনিক সিলেট ডট কম এর সম্পাদক কবি মুহিত চৌধুরী, সিলেট জেলা বারের আইনজীবী এড.গিয়াস উদ্দিন প্রমুখ। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফোরামের অর্থ সম্পাদক মাও কামরুজ্জামান মুজাহিদ ও স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সহ সভাপতি পলাশ সেনাপতি। সমগ্র অনুষ্টান পরিচালনা করেন ফোরামের মহাসচিব কামরান হোসাইন শামীম।
সাধারণ জ্ঞান প্রতিযোগতায় সিলেট বিভাগের ত্রিশটি স্কুলের এক হাজার ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করেন। তাদের মধ্য থেকে বাছাই করে বিশ্বনাথ থেকে দুটি স্কুলের দুইজন, দক্ষিন সুরমার দুটি স্কুলের দুইজন এবং বাকী সদর উপজেলার বিভিন্ন স্কুলের ষোলজন ছাত্র/ছাত্রী বিজয়ী হন। বিজয়ী প্রত্যেক ছাত্র/ছাত্রীদের মাঝে ফোরামের পক্ষ থেকে সনদ, ক্রেষ্ট ও একটি করে ডাইরী পুরস্কার প্রদান করা হয়। এছাড়া উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন ফোরামের সাংগঠনিক সম্পাদক হিফজুর রহমান, যুগ্ন-সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন রবি, সাহিত্য সম্পাদক জয়নাল আবেদীন জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন নাথ, নির্বাহী সদস্য জালাল আহমদ জয়, শামছুল আলম, প্রমুখ। বিজ্ঞপ্তি