ছাতকে জেলা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা

sromik union electionমিজানুর রহমান ফজলু, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকে সুনামগঞ্জ জেলা অটোটেম্পু-অটোরিকশা-বেবিটেকশী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় গোবিন্দগঞ্জ রেল গেইটস্থ ১৫এপ্রিল দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে চলছে প্রচার-প্রচারনা। সরগরম হয়ে উঠেছে শ্রমিক ইউনিয়ন নির্বাচনের মাঠ। দিন-রাত সমান তালে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চার দিন পর অনুষ্ঠিত হবে এ শ্রমিক ইউনিয়ন নির্বাচন। ভোটারদের মধ্যে কোন প্রার্থী ভাল সেই হিসেব নিকেশ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। অবশ্যই সিলেকশনে সাধারণ সম্পাদক পদে ইজ্জাদুর রহমান ইজ্জাদ ও কোষাধ্যক্ষ পদে সোহেল আহমদ বেসরকারি ভাবে নির্বাচিত হয়ে গেছেন। শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি রয়েছে। অন্যান্য ৭টি পদে ২০জন প্রার্থীরা তাদের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সকল প্রার্থীরা ভোটারের কাছে প্রতিদিন ভোট ভিক্ষে প্রার্থনা করে চষে বেড়াচ্ছেন জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের পরিচয় এবং বিভিন্ন উন্নয়ন মূলক কার্যকলাপ তুলে ধরার পাশাপাশি প্রতিশ্রুতি দিয়েও আসছেন। ২৬ মার্চ নির্বাচনের তফশিল ঘোষণা পর ১৫ এপ্রিল দ্বি-বার্ষিক নির্বাচনের দিন তারিখ ধার্য্য করা হয়। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ২৮ মার্চ ৯টি পদে মোট ২২জন প্রার্থী প্রধান নির্বাচন কমিশনার লাল মিয়া লালা’র কাছে তাদের মনোনয়পত্র জমা দেন। মনোনয়পত্র জমাদান অনুষ্ঠানে সহকারী নির্বাচন কমিশনার জমসিদ আলী, শাহ জাহান, মশাহিদ আলীসহ আহবায়ক কমিটির সভাপতি ইব্রাহিম আলী কালা, সদস্য সচিব জমির হোসেন, অর্থ সচিব নানু মিয়া এবং উপদেষ্ঠা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিশেষ করে এখানে সভাপতি পদে শক্তিশালী ৩জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে আফতাব উদ্দিন (চাকা), ফখর উদ্দিন (ছাতা) ও সিরাজুল ইসলাম (চেয়ার) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। মূল লড়াইটি আফতাব উদ্দিন’র (চাকা) ও ফখর উদ্দিনের (ছাতা) প্রতীকের মধ্যে হবে বলে শ্রমিকরা ধারণা করছেন। তবে কেউ কেউ সিরাজুল ইসলামের (চেয়ার) কে ছোট করে দেখছেন না। সহ-সভাপতি পদে বিনয় ভূষণ দে নেপুর (বাস-গাড়ি), জাহেদ আহমদ (রিকশা), ময়নুল আহমদ ইদ্রিছ (সাইকেল)। সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম ও ইজ্জাদুর রহমান ইজ্জাদ মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যথা সময়ে সাজিদুল ইসলাম তার প্রার্থীতা প্রত্যার করে নিলে বেসরকারি ভাবে ইজ্জাদুর রহমান ইজ্জাদ নির্বাচিত হন। সহ-সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান (দেয়াল ঘড়ি), আজির উদ্দিন (চশমা), আলতাব আলী (টেলিফোন)। সাংগঠনিক সম্পাদক পদে মটুক মিয়া (মই) ও শাহীন মিয়া (তালা চাবি)। কোষাধ্যক্ষ পদে সুহেল আহমদ ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল না করায় তাকে বেসরকারী ভাবে নির্বাচিত করা হয়েছে। প্রচার সম্পাদক পদে হাছির আলী (টিয়া পাখি), ওয়াতির আলী (হারিকেন) ও সাচ্চু বিশ্বাস (ফ্যান)। সদস্য পদে সালাহ উদ্দিন (ফুটবল), ঝুনু মিয়া (মোরগ), মঈন উদ্দিন (আম), জাকির হোসেন (মাছ) ও জসিম উদ্দিন (হাতুড়ি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।