ছাতকে ভেজাল বিরোধী অভিযান : ২০হাজার টাকা জরিমানা

উপজেলা প্রশাসনের সচেতনতামুলক র‌্যালী

Ovijanছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাতকে রাসায়নিক দ্রব্যাদি ও ফরমালিন মিশ্রণকারীদের বিরুদ্ধে অভিযান উপলে গণসচেতনতা সৃষ্টির ল্েয উপজেলা প্রশাসনের উদ্যোগে এক র‌্যালী অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদণি শেষে ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আইনুর আক্তার পান্নার নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযান শুরু হয়। শহরের ট্রাফিক পয়েন্টের মজনু মিয়ার ফলের দোকানে ৪হাজার, বাদশা মিয়ার দোকানে ৪হাজার, তারেক মিয়ার দোকানে ৪হাজার, পলাশ তালুকদারের দোকানে ১হাজার, নীলমনির ফলের দোকানে ২হাজার ও পশ্চিম বাজারের খালেদা বিরিয়ানী হাউজে ৫হাজার টাকাসহ ৫টি ফলের দোকান ও ১টি হোটেল থেকে ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ফারুক আহমদ, উপজেলা মৎস্য অফিসার তানজিমুল ইসলাম, ছাতক থানার এসআই সাইফ উল্লাহ উপস্থিত ছিলেন।