সুরমা টাইমস ডেস্কঃ গোয়াইনঘাটে স্বামীর নির্যাতন সইতে না পেরে বিষপানে এক গৃহবধু আত্মহত্যা করেছে। নিহত নুরজাহান উপজেলার মোহাম্মদপুর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী। পারিবারিক ও এলাকাবাসি সূত্রে জানাযায় চার সন্তানের জননী নুরজাহান বেগমকে তার স্বামী প্রায়শই শারীরিকভাবে নির্যাতন করতো। সন্তানদের মুখপানে চেয়ে স্বামীর সব সির্যাতনই মুখ বুঝে সহ্য করতেন নুরজাহান। স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতনের বিষয়ে বেশ কয়েকবার গ্রাম্য শালিস বৈঠক ও হয়েছে। শালিস বৈঠক করার পর কয়েকদিন ভালোভাবে কাটলেও পুনরায় শুরু হয় নির্যাতন। সর্বশেষ রবিবার বিকেলে স্বামীর নির্যাতনে অতিষ্ট হয়ে নুরজাহান বেগম বিষপান করে। মায়ের বিষপানে ছোট মেয়ে আখলিমা চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নুরজাহানকে চিকিৎসার জন্য সিওমেক হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধিন অবস্থায় রবিবার রাত ১১টায় তিনি মারা যায়। এবিষয়ে থানায় মামলা দ্বায়েরের প্রস্তুতি চলছে বলে জানান নিহতের বড় ভাই সিরাজ মিয়া। এ ঘটনায় গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।