যে কারণে বিপিএলে অনুপস্থিত গেইল-আফ্রিদি

full_1251954034_1448353023খেলাধুলা ডেস্ক: মহা ধুমধামে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের তৃতীয় আসর। আর এ আসরে বরাবরের মত সবার চোখ টি-টুয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইল এবং শহিদ আফ্রিদির দিকে। বিপিএলের আজ তৃতীয় দিন। কিন্তু এখনো মাঠে দেখা যায়নি তাদের কাউকে। এমনকি তারা এখনও বাংলাদেশেই আসেননি। আর তারা কবে বিপিএলে অংশ নেবেন তা এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে আশা করা হচ্ছে ডিসেম্বরের শুরুতে তারা বিপিএলে নিজের দলের হয়ে মাঠে নামবেন।জানা গেছে, আরো অন্তত এক সপ্তাহ গেইল-আফ্রিদি চমক দেখতে পারবেন না দর্শকরা। জাতীয় দলের দায়িত্বের কারণে আসতে পারেননি আফ্রিদি। ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য সংযুক্ত আরব আমিরাতে আছেন পাকিস্তানের টি-২০ অধিনায়ক আফ্রিদি।ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু ২৬ নভেম্বর। শেষ হবে ৩০ তারিখে। ডিসেম্বরের আগে বিপিএলে দেখা যাবে না আফ্রিদিকে। তাই দর্শকদের সঙ্গে আরো প্রায় সপ্তাহ অপেক্ষা করতে হবে তার দল সিলেট স্টার্সকে।গেইলের অবশ্য সেই সমস্যা নেই। এই মুহূর্তে কোনো সিরিজ নেই ওয়েস্ট ইন্ডিজের। ইনজুরির কারণেই বরিশাল বুলসের সঙ্গে এখনো যোগ দিতে পারেননি গেইল। টুইটার থেকে জানা যায়, ইনজুরি থেকে সেরে উঠতে আরো প্রায় এক সপ্তাহ লাগবে তার।