লামাবাজারে অগ্নিকাণ্ডে ৭টি ঘর পুড়ে ছাই

সুরমা টাইমস ডেস্কঃ নগরীর লামাবাজারের নাসিরাবাদ আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডে একটি কলোনির সাতটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘরগুলোতে কয়েকটি দিনমজুর পরিবার ভাড়াটে হিসেবে বসবাস করত।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নাসিরাবাদ এলাকার আব্দুর রউফের কলোনি থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। এ সময় আশপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই কলোনির সাতটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
কলোনিতে বসবাসকারী দিনমজুর আনা মিয়া জানান, পুড়ে যাওয়া ঘরগুলোতে দিনমজুর পরিবার বাস করত। আগুনে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসকর্মী মজনু মিয়া জানান, রান্না ঘর থেকে কলোনিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।