সুরমা টাইমস ডেস্কঃ গোয়াইনঘাটে বিয়ে প্রত্যাখান করায় বখাটের দায়ের কুপে গুরুতর আহত গৃহবধু সাকেরা বেগম চিকিৎসাধিন অবস্থায় সোমবার সকালে সিওমেক হাসপাতালে মারা গেছেন। এঘটনায় থানা পুলিশ বখাটে কামালের চাচা হেলাল আহমদকে আটক করেছে।
পারিবারিক ও থানা পুলিশ সুত্রে জানা যায় রোববার দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে যায় লামাসাতাইন গ্রামের মাওলানা আব্দুল মালিকের মেয়ে সাকেরা বেগম এসময় কোন কিছু বুঝে উঠার আগেই সাকেরাকে পুকুর ঘাটে দা দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে প্রতিবেশি জালাল উদ্দিনের পুত্র কামাল উদ্দিন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) রুহুল আমিন এঘটনায় এক ব্যাক্তিকে আটকের সত্যত্বা স্বীকার করে বলেন আটক ব্যাক্তিকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।