গোয়াইনঘাট সংবাদদাতা : সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন ২ ব্যবসায়ী। হামলাকারীরা তাদের সাথে থাকা এক লাখ ২০ হাজার টাকাও লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয় গেছে।
শুক্রবার রাতে উপজেলার পীরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন বড়ঘোষা গ্রামের মছদ্দর আলীর ছেলে ব্যবসায়ীর মুজিবুর রহমান (৪৩), একই গ্রামের সুলতান মিয়ার ছেলে লাল মিয়া।
এ ব্যাপারে আহতের ভাই তৈয়ব আলী বাদী হয়ে একই গ্রামের জহির আলীর ছেলে মুহিবুর রহমানকে প্রধান আসামী করে ৮/৯ জনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেনে।
অভিযোগ ও স্থানীয়সুত্রে জানাগেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ব্যবসায়ী মুজিবুর রহমান তার চাচা লাল মিয়াকে নিয়ে জারিখাল কান্দিতে এক্সেভেটর চালানোর পর মেশিনের মালিককে টাকা পাঠানোর জন্য স্থানীয় পীরের বাজারের যাচ্ছিলেন। পথে মুহিবুর রহমান ও সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে এবং টাকা লুট করে নিয়ে যায়।