নগরীতে পাম্পে পেট্রলবোমা : পাম্প মালিকদের ৭২ ঘন্টার আল্টিমেটাম
সুরমা টাইমস রিপোর্টঃ নগরীর মিরাবাজার বিরতি পেট্রল পাম্পে পেট্রলবোমা হামলার ঘটনায় পাম্প মালিকদের সংগঠন সিলেট পেট্রল পাম্প ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন। সেই সাথে পাম্পের নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবিও করেন তারা। একই সাথে ৭২ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে না পারলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে জানান সিলেট বিভাগ পেট্রল পাম্প ওনার্স এসোসিয়েশনে সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী।