গোবিন্দগঞ্জে মোরগের লড়াই পন্ড করে দিয়েছে পুলিশ

cock fight Chhatokমিজানুর রহমান ফজলু, ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জ জেলায় ষাড়, মোরগসহ বিভিন্ন প্রাণীর লড়াইয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও ছাতকের গোবিন্দগঞ্জে মোরগের লড়াই অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে স্থানীয় রেলগেইট সংলগ্ন বালু মাঠে এ লড়াই অনুষ্ঠিত হয়। বিকেলে ৪টায় খবর পেয়ে থানা পুলিশের এসআই চম্পক’র নেতৃত্বে একদল পুলিশ এ লড়াই পন্ড করে দেয়। সিলেট সদর, বিশ্বনাথ, সুনামগঞ্জের জগন্নাথপুর ও ছাতক উপজেলা থেকে প্রায় অর্ধশতাধিক মোরগ নিয়ে আসেন মালিকরা। তবে লড়াইটি কাদের উদ্যোগে হয়েছে এ ব্যাপারে কোন তথ্য জানা যায়নি। একটি সূত্র জানিয়েছে স্থানীয় গোবিন্দগঞ্জ এলাকার মোরগ লড়াই সৌখিনদের উদ্যোগে এ লড়াইয়ের আয়োজন করা হয়েছে। এ ব্যাপারে ছাতক থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহজালাল মুন্সির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সুনামগঞ্জে ষাড়, মোরগসহ বিভিন্ন লড়াইয়ে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে লড়াইটি প- করে দেয়া হয়েছে। জানা যায়, সুনামগঞ্জ জেলায় ষাড়, মোরগসহ বিভিন্ন প্রাণীর লড়াইয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও অমান্য করে জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রভাবশালীদের ছত্রছায়ায় ষাড় ও মোরগসহ বিভিন্ন প্রাণীর লড়াই প্রতিনিয়ত অনুষ্ঠিত হচ্ছে। গত ৭ ফেব্রুয়ারী শনিবার দিনব্যাপী জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের কচুরকান্দি গ্রামের পূর্বের মাঠে বিশাল ষাড়ের লড়াই অনুষ্ঠিত হয়। সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় শতাধিক ষাড় লড়াইয়ে অংশ নেয়। এ লড়াইয়ে জগন্নাথপুর থানা পুলিশের একটি টিম প- করতে গিয়েও রহস্যজনক কারণে ফিরে যায়। গত ১০ ফেব্রুয়ারী ছাতক উপজেলা জাউয়া বাজার ইউনিয়নের পিঠাপই মাঠে ষাড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। এখানেও বিভিন্ন অঞ্চল থেকে প্রায় অর্ধশত ষাড় লড়াইয়ে অংশ নেয়। প্রশাসনের বাঁধা ছাড়াই এ লড়াইটিও সম্পন্ন হয়। আগামী ২৮ ফেব্রুয়ারী শনিবার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বরাটুকা এলাকায় ষাড়ের লড়াই অনুষ্ঠিত হবে বলে মাইকিং করে প্রচার করা হয়েছে।