শেষ হলো সিলেট বিভাগের সর্ববৃহৎ ইসলামি সমাবেশ বরুণার ছালানা জলসা

boruna madrasha picমশাহিদ আহমদ, মৌলভীবাজার: আধ্যাত্মিক জগতের রাহবার, বরেণ্য বুজুর্গ আলামা শায়খ লুৎফুর রহমান বর্ণভী (রহ.)-এর প্রতিষ্ঠিত মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বহুমুখী শিা প্রতিষ্ঠান, জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর, বরুণা মাদরাসার ছালানা ইজলাস (বার্ষিক ইসলামি মহাসম্মেলন) ১৩ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আগত লাখো ভক্ত-মুরিদ আর জনসাধারণের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেল বরুণা মাদরাসা ময়দান। গতকাল ছিলো ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার ছালানা ইজলাস। সূর্যের আবির্ভাবের সাথে সাথেই মুসলিদের ঢল নামে বরুণায়। উক্ত সম্মেলনকে কেন্দ্র করে শ্রীমঙ্গলের হাইল হাওর প্রান্তরে উৎসব ও আলাহ আলাহ ধ্বনিতে আলাদা আমেজ বিরাজ করেছিল সে দিন। পর্যাপ্ত যাবাহনের অভাবে বরুণা রাস্তার মুখ ও ভৈরববাজার থেকে পায়ে হেটে মুসলীরা বরুণা অভিমুখে রওয়ানা হয়ে সম্মেলনস্থলে পৌছেন। সম্মেলনে দেশ-বিদেশের অর্ধশতাধিক প্রখ্যাত আলেম ও বুজুর্গানে দ্বীন বয়ান পেশ করেন। শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন, বরুণার বর্তমান পীর, আমিরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম আলামা শায়খ খলীলুর রহমান হামিদী। সম্মেলনে বক্তব্য রাখেন, শায়খুল হাদিস আলামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, মাওলানা শায়খ আব্দুল গণি হাড়িকান্দি,মাওলানা মুখলিছুর রহমান কিয়ামপুরী, শায়খুল হাদিস আলামা আব্দুল বারী ধর্মপুরী, শায়খুল হাদিস অধ্যাপক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, মাওলানা আব্দুস শহীদ শায়খে গলমুকাপনী , মাওলানা সাজিদুর রহমান, মাওলানা ওলিউর রহমান বর্ণভী, মাওলানা আলাউদ্দিন, মাওলানা শাহ নজরুল ইসলাম, অধ্য মাওলানা আবদাল হোসাইন খান, মাওলানা শেখ বদরুল আলম হামিদী, মাওলানা আব্দুলাহ বিন সাঈদ জালালাবাদী, শায়খ সৈয়দ মুজাদ্দিদ আলী, এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ, মাওলানা হাদি আলম হামিদী, মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, মাওলানা আব্দুল জলিল ইউসুফি, মাওলানা মোশাহিদ আলী প্রমুখ। শেষ রাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দীর্ঘ মোনাজাত পরিচালনা করেন, আমিরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, বরুণা মাদরাসার প্রিন্সিপাল শায়খুল হাদিস আলামা শায়খ খলীলুর রহমান হামিদী।