সিলেটে ইমাম-খতিবদের নিয়ে সৌদি দুতাবাসের দাওয়াতী কর্মশালা
ব্যাক্তি ও সমাজ গঠনে ইমাম ও খতিবগনকে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে হবে
———শায়খ ইসহাক আল মাদানী
বাংলাদেশস্থ সৌদি দুতাবাস ঢাকার দ্বা’য়ী ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ ইসহাক আল মাদানী বলেছেন, ব্যাক্তি ও সমাজ গঠনে ইমাম ও খতিবগনকে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে হবে। সমাজের সকল স্থরে ইনসাফ প্রতিষ্ঠা করে মানুষকে পাপাচার থেকে ফেরাতে ইমাম ও খতিবগন অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করে যাচ্ছেন। কোরআন হাদীসের আলোকে ইসলামের সুমহান আদর্শ প্রচারে ইমাম ও খতিবগনকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার বাংলাদেশস্থ সৌদি দুতাবাস ঢাকার উদ্যোগে সিলেটের ইমাম ও খতিবদের নিয়ে অনুষ্ঠিত দিনব্যাপী দাওয়াতী কর্মশালায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সিলেটের শতাধিক ইমাম ও খতিবদের অংশ গ্রহনে অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন জামেয়া ক্বাসিমিয়া নরসিংদী কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল শায়খ মাহমুদুল হাসান আল মাদানী, বাংলাদেশ ইসলামী বিশ্বদ্যিালয় ঢাকা’র প্রফেসর ড. মতিউল ইসলাম, জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদরাসা সিলেট-এর ভাইস প্রিন্সিপাল সাঈদ নুরুজ্জামান আল মাদানী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্তিত ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মতিউর রহমান, কুদরত উল্লাহ হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মিফতাহুদ্দীন, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, জেলা ইমাম সমিতির সেক্রেটারী মাওলানা এহসান উদ্দিন, আলেমে দ্বীন মাওলানা শাহজামাল আহমদ, মাওলানা মোস্তফা সোহেল, মাজহারুল ইসলাম জয়নাল, মাওলানা মাহবুবুল্লাহ, মাওলানা আতাউর রহমান, মাওলানা সাইফুর রহমান প্রমুখ।