শান্তি-সম্প্রীতি ও সমঝোতার দাবিতে সুজন’র মানববন্ধন
শান্তি-সম্প্রীতি ও সমঝোতার দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ৮ দফা দাবিতে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন সিলেট প্রেস কাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, প্রেসকাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, বেলা’র সম্মনয়ক এডভোকেট শাহ সাহেদা, সনাকের এস রিনা দেবি, সুজনের সেক্রেটারী সৈয়দ জিয়া উস সামস, সিলেট চেম্বারের লায়েস উদ্দিন, সেন্টার ফর হিউম্যান রাইটসের আমিনুল আমিন, ব্র্যাকের রবি উল আলম, অধিবাসী নেতা অনিল কিষান সিংহ, প্রবীন ঐত্যিসি সংঘের এডভোকেট আশরাফ হোসেন, একডু ইন্দ্রানি সেন, সিলেট কল্যাণ সংস্থার ডা. সিহাব উদ্দিন, যুব সংগঠক শাহ আলম, উইমেন্স চেম্বারের সভানেত্রী নূরুন নাহার বেবি, জেপি নেত্রী হেনা বেগম, যুব সংগঠক সাকির আহমদ সিকদার প্রমুখ। এছাড়াও মানববন্ধন কর্মসূচীতে অংশনেন সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামজিক সংগঠন ও গণমাধ্যমের নেতৃবৃন্দ।
৮ দফা দাবি গুলো হচ্ছে আন্দোলনের নামে সহিংসতা-নাশকতা অভিলম্বে বন্ধ করা। সন্ত্রাসী কর্মকান্ড কঠোর হাতে দমন করা এবং অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি। অভিলম্বে বিচার বিহির্ভূত হত্যাকান্ড বন্ধ করা। অচলাবস্থা নিরসনে অবিলম্বে জাতীয় সংলাপ আয়োজ করা। রাজনৈতিক সংকটের টেকসই সমাধান জাতীয় সনদ প্রণয়ন করা। দ্রুত দন্ড কার্যকর করা সহ যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া তরান্তিত করা। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করন সহ রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা। রাজনৈতিক হয়রানি বন্ধ করা সহ গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখা।