৩য় মাহির আহমদ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

DSC_0647 copy৩য় মাহির আহমদ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ ও মননশীল জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আর খেলাধুলায় প্রতিযোগিতামুলক আয়োজন খেলোয়াড়দের মানোন্নায়নে ব্যাপক ভুমিকা রাখে।
এ ধরনের খেলাধুলা থেকে আমাদের খেলোয়াড় তৈরী হয়। আর সেই খেলোয়াড়ের মাধ্যমে দেশ ও এলাকার পরিচিতি ঘটে দেশে-বিদেশে।
মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও শিপলু আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েত প্রবাসী নজরুল ইসলাম, মনোয়ার আলী, গৌছ উদ্দিন পাপ্পু, বাবুল আহমদ, সাইফ খান প্রমুখ।
ফাইনাল খেলা গোল শূণ্য ড্র হওয়ায় ট্রাইবেকারে আদনান খানবাড়ি একাদশ ২-০ গোলে আয়শা একাদশ বিশ্বনাথকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পায় খানবাড়ি একাদশের খেলোয়াড় শিপলু আহমদ। খেলায় সার্বিক সহযোগিতা করেন খালেদ আহমদ, জুবের আহমদ, রুম্মান, শাহজাহান, রিমন, টসাম প্রমুখ। বিজ্ঞপ্তি