খালেদা জিয়ার বিরুদ্ধে ফুলতলায় মামলা

khaleda-2-e140সুরমা টাইমস ডেস্কঃ খুলনায় যাত্রী বেশে বাসে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার ফুলতলা থানায় উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাসার বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলায় বিএনপি চেয়ারপারসনকে হুকুমের আসামিসহ ৫৯ জনের নাম উল্লেখ ও আরো অজ্ঞাতনামা ৮০/৯০ জনকে দায়ি করা হয়েছে।
আগের দিন বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ফুলতলা-খুলনা সড়কের দামোদর প্রাথমিক বিদ্যালয়ের সামনে নগর পরিবহনের একটি বাসে যাত্রীবেশী দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের চালক আহত হয়। বাসের আসন পুড়ে যায়।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস ফকির গনমাধ্যমকে জানান, বিএনপি নেত্রীর ঘোষণায় দেশব্যাপী নাশকতার অংশ হিসেবে ফুলতলায় বাসে আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি এবং ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০/৯০জনেকে আসামি করে থানায় মামলা হয়েছে। মামলার আসামি হিসেবে ৭ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।