ইনজুরির কারণে ঢাকা টেস্টে রুবেল আউট, নতুন মুখ রাজু

rubelসুরমা টাইমস ডেস্কঃ গত সোমবার ঢাকা টেস্টের জন্য দল দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খুলনা টেস্টের দলটিই অপরিবর্তিত রেখেছিল বিসিবি। কিন্তু শেষ মুহূর্তে দলে একটি পরিবর্তন আনতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। ইনজুরির কারণে ঢাকা টেস্ট খেলা হচ্ছে না পেসার রুবেল হোসেনের। তাই রুবেলের পরিবর্তে দলে নেওয়া হয়েছে পেসার আবুল হাসান রাজু। খুলনা টেস্টের তৃতীয় দিনে বোলিং করার সময় পায়ের পেশীতে টান লেগেছিল রুবেলের। যে কারণে চতুর্থদিনের শুরুতে বোলিং করতে পারেননি তিনি। ধারণা করা হয়েছিল রুবেলের ইনজুরি ততটা মারাত্মক নয়। কিন্তু পেশীতে ব্যথা না কমায় শেষ মুহূর্তে রুবেলকে ঢাকা টেস্ট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেছেন, ‘রুবেলের রিপ্লেসম্যান্ট হিসেবে এরই মধ্যে আমরা একজনকে নির্বাচন করেছি। এখন তার নাম মিডিয়াকে জানানোর দায়-দায়িত্ব বিসিবির।’ ইনজুরিতে বাদ পড়া রুবেল হোসেন বলেছেন, পায়ের পেশীতে ব্যথা থাকায় ঢাকা টেস্টে খেলতে পারছি না। এখন আমি নিজ বাসায় রয়েছি। কিছুক্ষণ পরে হোটেল থেকে লাগেজ নিয়ে বাসাতেই ফিরে আসব।’