মে মাসের শেষ সপ্তাহে এসএসসি ও সমমানের ফল প্রকাশ

examসুরমা টাইমস ডেস্কঃ চলতি মে মাসের শেষ সপ্তাহ নাগাদ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। আন্তঃবোর্ড সমন্বয় সাব কমিটির একটি সূত্র জানায়, পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। এখন রেজাল্ট চূড়ান্তকরণের কাজ চলছে। এরপর ফল প্রকাশের চূড়ান্ত তারিখ জানানো হবে। আগামী ২৮ মে পরীক্ষার ফল দেয়ার প্রস্তুতি নিয়ে কাজ করছে আন্তঃবোর্ড সমন্বয় কমিটি। সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষা শেষ হবার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতাকে বিবেচনায় রেখেই এই প্রস্তুতি নিয়ে এগুচ্ছে আন্তঃবোর্ড সমন্বয় সাব কমিটি। রাজনৈতিক অস্থিরতার কারণে এবারের এসএসসি পরীক্ষা সময়মত শেষ হয়নি। গত ২৮ মার্চ শেষ হয়েছিল এসএসসির সাধারণ ৮ বোর্ডের পরীক্ষা। আর মাদরাসা বোর্ডের পরীক্ষা শেষ হয় ৩ এপ্রিল।