মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নামতে গিয়ে আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে দাসেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, রূপসীবাংলা নামে একটি বাস বিয়ানীবাজার থেকে ঢাকা যাচ্ছিল। দাসেরবাজার এলাকায় পৌঁছুলে বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয় ১০/১৫ জনের একদল অবরোধকারী। এসময় তারা পেট্রোল ঢেলে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।