অবরোধের ৩৮ তম দিনে সিলেট নগরীতে মিছিল সমাবেশ, পুলিশের ধাওয়া

Hawapara chhatrodolসুরমা টাইমস রিপোর্টঃ ২০ দলীয় জোট আহুত টানা অবরোধ ও হরতাল চলাকালে বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় মিছিল সমাবেশ করেছে বিএনপি, ছাত্রদল, সেচ্চসেবক দল ও জামায়াত-শিবির।
বৃহস্পতিবার বিকেল ৩টার পূর্ব জিন্দবাজার এলাকায় জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিল বের করার পর খবর পেয়ে পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
সিলেট মহনগর ছাত্রদল নেতা বেলায়েত হোসেন মোহন ও লায়েক আহমদ এবং অলি চৌধুরীর নেতৃত্বে এ মিছিল বের করা হয়।
বেলা ১টায় সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদ এর নেতৃত্বে নগরীর শাহী ঈদগাহ এলাকায় ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে Nobab Road Chhatrodolউপস্থিত ছিলেন আব্দুল করিম জুনাক, আলী হাসান হাবিব, রুমান আহমদ রাজু, জাবেদুর রহমান জাবেদ, শাহিদ খাঁন, ইমরান আহমদ প্রমূখ।
বিকেল ৪টায় নগরীর হাওয়াপাড়ায় মিছিল করেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা সুহেল ইবনে রাজা, মোবারক হোসেন তুহিন, মাছুম পারভেজ, সুরমান আহমদ বিপ্লব, জাবেদ আহমদ, জিয়াউল ইসলাম রাজন, কবির আহমদ, সামাদ আহমদ প্রমুখ।
secchasebok dolবেলা ২টায় নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বৃহস্পতিবার মিছিলটি কাজীটুলা বাজার থেকে শুরু হয়ে শাহী ঈদগাহ পয়েন্টে গিয়ে শেষ হয়। কাজীটুলা বাজারে অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খাবারের গাড়ি কার্যালয়ে প্রবেশ করতে না Shahi Eidgah Chhatrodolদিয়ে সরকার অত্যাচারের সীমা অতিক্রম করেছে। ৫ জানুয়ারীর একতরফা নির্বাচনে সাড়া না দেয়ায় শেখ হাসিনা এখন জনগনের উপর প্রতিশোধ নিচ্ছেন। জনগনের উপর শক্তি প্রয়োগ করে পৃথিবীর কোন স্বৈরশাসক টিকে থাকতে পারেনি, শেখ হাসিনাও পারবেন না।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হানের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক ফাহিম রহমান মৌসুমের পরিচালনায় মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা, খালেদুর রশিদ ঝলক, আবদুল কাইয়ুম, দেওয়ান নিজাম খান, আলতাফ হোসেন টিটু, জাবেদ আহমদ জীবন, দেলোয়র হোসেন চৌধুরী, তৌহিদুল ইসলাম আবু, ইফতেখার আহমদ সোহেল, হোসেন মাহমুদ তালুকদার, রুয়েল আহমদ, জুয়েল আহমদ, নোমান মাহমুদ কাওসার, আবু আম্বিয়া, মইনুল ইসলাম, ভূলন কান্তি তালুকদার, সাকিব আল হাসান ছানার, আব্দুস South Surma Jamatসাত্তার, লিমন আহমদ, মাইদুল ইসলাম মিঠু, মিজানুর রহমান সোহাগ, জামিনুল ইসলাম জামি, সোয়েব আহমদ, ফয়সল মাহমুদ, বাবুল আহমদ, আতিকুল ইসলাম নাঈম, সুমন আহমদ, সাইফুল আলম জয়, সোহানুর রহমান সোহাগ, সৈয়দ মিনহাজ, ফয়সল আহমদ প্রমুখ।
বিকাল ৪টায় নবাব রোডে মিছিল সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতা আফসর খানের নেতৃত্বে মিছিল করে ছাত্রদল। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আশরাফুল হক, সুমন মিয়া, মুনিম, রাজন, আহমেদ সুলতান, জয়নাল, রাশেদ, শাজন, রাসেল, আরমান প্রমুখ।
নগরীর দক্ষিণ সুরমায় মিছিল সমাবেশ করেছে সিলেট মহানগর জামায়াত। মিছিলে অংশ নেন সিলেট মহানগর জামায়াত নেতা, মাওলানা মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, এডভোকেট মকসুদ আহদ, এডভোকেট আব্দুল খালিক, ইসলামী ছাত্র শিবির নেতা জুনাইদ আল হাবীব প্রমুখ।
মিছিলপূর্ব সমাবেশে বক্তারা অবিলম্বে সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা দক্ষিণ সেক্রেটারী মাওলানা লোকমান আহমদ, মহানগর সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী মো. শাহাজাহান আলীসহ ষড়যন্ত্রমুলক মামলায় আটক সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি করেন।