জকিগঞ্জের বারহালে গ্যাসের দাবিতে মোটরসাইকেল র্যালী
জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জের বারহাল ইউনিয়ন গ্যাসের দাবিতে উত্তাল হয়ে উঠেছে। মানববন্ধন, জনসংযোগ স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার সকালে ইউনিয়নের সর্বস্তরের মানুষের উদ্যোগে ৫০/৬০টি মোটর সাইকেল নিয়ে গ্যাসের দাবিতে ইউনিয়নের পাড়া মহল্লায় সবাইকে উদ্বদ্বু করতে এক ব্যতিক্রর্মী র্যালী ইউনিয়ন প্রদক্ষিণ শেষে শাহগলী বাসষ্টেশনে শেষ হয়। সমাজসেবী মঞ্জুরুল হামিদ চৌধুরীর সভাপত্বিতে সভায় বক্তব্য রাখেন গ্যাস আন্দোলন পরিষদের প্রধান উদ্দোক্তা জিয়াউর রহমান চৌধুরী, জাকির হুসেন চৌধুরী, ময়নুল আলম, ফারুক আহমদ, মাষ্টার সাইফুর রহমান, মনজুর আহমদ, ওলিউর রহমান, জাহাঙ্গির হুসেন, আব্দুল্লাহ আল রাজু, আব্দুছ সামাদ, এপলু চৌধুরী, উজ্জল আহমদ, জালাল উদ্দিন, এমদাদ, আব্দুর রহমান, শাকির, কামরান, আব্দুছ ছাত্তার প্রমুখ। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, শাহগলী বাসষ্টেশন থেকে মাত্র ৫কি:মি দূরবর্তী বিয়ানীবাজার উপজেলার কাকুরা এলাকায় গ্যাস সংযোগ রয়েছে। অথচ জকিগঞ্জ উপজেলায় গ্যাস সংযোগ না দেওয়ায় উপজেলাবাসী তাদের ন্যায্যা দাবী আদায়ে সোচ্চার হয়ে উঠেছে। এ ব্যাপারে জকিগঞ্জবাসী স্থানীয় সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।