নবীগঞ্জে ঘর পুড়ানোর মামলায় সাংবাদিক সহ ৩ জন কারাগারে

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিঠুসহ ৩ জন গতকাল বুধবার হবিগঞ্জ আদালতে একটি ঘর পুড়ানোর মামলায় আত্মসর্মপ করলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করা হয়েছে। মামলার বাদী রাজনগর গ্রামের লুদন মিয়ার স্ত্রী আলেয়া বেগম আসামীরা কারাগারে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
জানাযায়, প্রায় বছর দেড়েক পুর্বে পৌর এলাকার রাজনগর গ্রামের লুদন মিয়ার একটি বসতঘর রাজাবাদ নদীর পাড়ে অবস্থিত অগ্নিকান্ডে সম্পূর্ণ ভুস্মিভুত হয়। এতে বিপুল পরিমান টাকার মালামাল ক্ষতি সাধিত হয়। কি ভাবে অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত হয়েছে তা উদঘাটন না করেই লুদন মিয়ার স্ত্রী আলেয়া বেগম পুর্ব আক্রোশে নবীগঞ্জ প্রেস কাব এর সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠুসহ ৭ জনের বিরুদ্ধে হবিগঞ্জের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। মামলাটি নবীগঞ্জ থানা পুলিশকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। তদন্তে মামলাটি মিথ্যা প্রমানিত হলে পুলিশ আসামীদের অব্যাহতি দাবী করে প্রতিবেদন দেয়। বাদী এর বিরুদ্ধে নারাজি দেয়। সর্বশেষ মামলাটি হবিগঞ্জ এর সিআইডি পুলিশ তদন্ত শেষে সাংবাদিক আনোয়ার হোসেন মিঠুসহ ৪ জনের বিরুদ্ধে চার্জসীট দাখিল করেন। বাকী ৩ জনকে অব্যাহতি দাবী করেন। বিজ্ঞ আদালত চার্জশীটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করলে গতকাল বুধবার আদালতে আসামীরা হাজির হলে উজ্জল মিয়ার জামিন মঞ্জুর করে সাংবাদিক আনোয়ার হোসেন মিঠুসহ ৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর আসামীরা হলেন সেলিম মিয়া ও সেকুল মিয়া। তবে এলাকাবাসীসহ সাংবাদিক মিঠু ও তার সহকর্মীরা মামলাটি মিথ্যা বলে দাবী করে আসছিলেন।