বালাগঞ্জে নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থার মত বিনিময় সভা

বালাগঞ্জ প্রতিনিধি: নেছা এন্ড নেসা ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর প্রতিষ্টাতা চেয়ারম্যান, বাংলাদেশ ক্যাটারর্স এসোসিয়েশনের এসেক্স রিডিয়েনের মেম্বারশীপ সম্পাদক, প্রবাসী কমিউনিটি নেতা ইশতিয়াক হোসেন দুদু বলেছেন, ইংরেজি ভাষা ও কারীগরি শিক্ষা ছাড়ার দেশে বিদেশে চাকুরীর কোন সুযোগ নেই। যে এ বিষয়ে দক্ষ, সেই সফল। গতকাল বৃহস্পতিবার বালাগঞ্জ উপজেলা সদরে নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থা আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সংস্থার নির্বাহী পরিচালক শাহাব উদ্দিন শাহিনের সভাটতিত্বে এবং খালেদ আহমদ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক শামীম আহমদ, প্রবাসী মাসুক মিয়া সমাজ সেবক সাবুল আহমদ, আব্দুল মুনিম, শিক্ষক মাসুম আহমদ, সাংবাদিক সৈয়দুর রহমান, কলেজ ছাত্রী চম্পা দে, মুক্তা চক্রবর্তী, কম্পিউটার প্রশিক্ষনার্থী প্রিতম পাল, মমতা বেগম, জাকিয়া আক্তার এমি, সেলাই প্রশিক্ষনার্থী হেপী বেগম, ফাতেমা বেগম, নিপা বেগম, আছমিনা বেগম, ইংলিশ ক্লাব’র শিক্ষার্থী মোমিন মিয়া, পপি আক্তার মৌ, রমজান আলী, ইব্রাহিম খলিল।
সভায় প্রধান অতিথি নিরাপদ পরিচালিত কম্পিউটার, সেলাই, পার্লার এবং ইংলিশ একাডেমীর কার্ষক্রম পরিদর্শন করেন।