ঐক্য পরিষদ (ইউ.এস.এ)-র নতুন কমিটি অভিষেক ও পূনর্মিলনী ২০১৬
হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, যুক্তরাষ্ট্র সংঘঠনের সকল সদস্য, পরাবার ও সমর্থক বন্ধুদের অত্র প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো যাচ্ছে যে, আগামী ৭ই জানুয়ারী রবিবার বিকেল ৪টায় সংঘঠনের নব নির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভার আয়োজন করা হয়েছে। একই দিন সন্ধ্যা ৬টায় ঐক্য পরিষদ হিন্দু পুজা, বৌদ্ধ পূর্ণিমা ও খ্রীষ্টান বড়দিন পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারিখ: ৭ই ফেব্রুয়ারী বিকেল ৪টা থেকে রাত ৯টা স্থান: গুলশান তেরেস (ঢাকা ক্লাব) ৫৯-১৫, ৩৭ এভিনিউ, উডসাইড, নিউ ইয়র্ক – ১১৩৭৭
প্রধান অতিথি: সংসদ সদস্য সুরন্জিত সেনগুপ্ত – বর্তমান আইন বিচার সংসদ বিষয়ক কমিটর চেয়ারম্যান এবং প্রাক্তন রেল মন্ত্রী। বিশেষ অতিথি: বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কানুতোষ মজুমদার – বর্তমান যমুনা ব্যাংকের ডাইরেক্টর ও প্রাক্তন চেয়ারম্যান। অভিষেক অনুষ্ঠানে থাকছে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন ও পরিচিতি পর্ব। পূনর্মিলনী অনুষ্টানে থাকছে খ্যাতনামা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশ ভোজ। অভিষেক ও শপথ গ্রহনের জন্য কার্যকরী কমিটির সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
অভিষেক ও পূনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে আগ্রহী পরিষদের সদস্য/সদস্যা, পরিবার ও শুভাকাঙ্খী সমর্থকদের যথাসময়ে নিবন্ধন বা উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
নিউজ ও টেলিভিশন মিডিয়ার প্রতিনিধিদেরকে অত্র বিজ্ঞপ্তির মাধ্যমে নিমন্ত্রন জানানো যাচ্ছে। বিজ্ঞপ্তি