মনের দোয়ার
বায়ান্নতে যাদের রক্তে
পেলাম বাংলা ভাষা
দেশের জন্য ছিলো তাদের
অগাধ ভালোবাসা।
ভাষার জন্য দিয়েছিলেন
নিজের তাজা প্রাণ
আজও আমার নাকে আসে
ওই শহীদদের ঘ্রান।
সালাম বরকত রফিক জব্বার
আরও অনেক বীর
ভাষার জন্য জীবন দিলেন
উঁচু করে শির।
আমরা তাদের কোন দিনই
ভুলিনি আর ভুলবনা
তাদের জন্য মনের দোয়ার
আজকে কেন খুলবনা?
একুশে ফেব্রুয়ারী
আমার ভাইয়ের রক্ত নদী
ভেসেছিল এই দিনে
সালাম বরকত রফিকসহ
প্রাণ দিলো অনেক জনে।
বাংলা ভাষা মায়ের ভাষা
রাখতে জাতির মুখে
হায়েনাদের গোলার আঘাত
লাগল এসে বুকে।
বাংলা ভাষা পেলাম মোরা
দিয়ে অনেক প্রাণ।
শাহীদ ভাইদের ভুলবনা আজ
গাইবো তাদের গান।।
আর কতো রক্ত চাষ তোরা
আর কতো রক্ত চাষ তোরা
বায়ান্নতে ভাষার জন্য রক্ত দিলাম
একাত্তরে রক্ত দিয়ে স্বাধীন হলাম
নব্বইয়ে রক্ত দিয়ে স্বৈরাচার হঠালাম
এরপরও কি রক্ত দিতে হবে?
আর কতো রক্ত চাষ তোরা
শিক্ষাঙ্গনে আজ হানাহানি চলে
চলে রাজপথেও।
পার্লামেন্টে আজ কামড়াকামড়ি চলে
চলে মাঝপথেও।
নোংরা রাজনীতির বলি হয়ে রক্ত ঝরে
খালি হয় অনেক মায়ের বুক।
এরপরও লুটেরা রাজনীতিবিদরা
কেমনে দেখায় তাদের মুখ!!
নাজমুল ইসলাম মকবুল
সভাপতি, সিলেট লেখক ফোরাম।
Email: nazmulsylhet@gmail.com
মোবাইলঃ ০১৭১৮৫০৮১২২