কেমুসাস’র ৯০১ তম সাহিত্য আসর সংসদের আলোয় আমরা আলোকিত

901 Asor- Caption Asorঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৯০১তম সাহিত্য আসরে কেমুসাসের সহ-সাধারণ সম্পাদক প্রভাষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী বলেন-সংসদের এই দীর্ঘ পথচলায় সিলেট তথা বাংলাদেশের অনেক সাহিত্যকর্মীরা আলোকিত হয়েছেন। আমরা কেমুসাসে’র কাছে ঋণী। এই সংসদের আলোয় আমরা আরো বেশি আলোকিত হই এটাই সকলের প্রত্যাশা।
২৫ ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার সন্ধ্যায় কেমুসাস সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত সাহিত্য সভায় সভাপতিত্ত্ব করেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন। অন্যান্যোর মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন প্রেস কাবের সাবেক সাধারণ সম্পাদক মো. বশির উদ্দিন, কার্য নির্বাহী সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের, গল্পকার সেলিম আউয়াল,কবি কামাল তৈয়ব, গবেষক সৈয়দ মবনু, কবি মামুন সুলতান, সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী।
লেখাপাঠে অংশ গ্রহণ করেন- দেলোয়ার হোসেন দিলু, শামসার হারুনুর রশীদ, জীম হামযাহ, সৈয়দ মুক্তদা হামিদ, জোবায়দা বেগম আঁখি, সৈয়দ কামরুল হাসান, আবদুস শহীদ মাটি, সিরাজুল হক, হেলাল উদ্দীন দাদন, সালেহ রাশেদ, মো. আবদুল হক, মোহাম্মদ আনওয়ার আলী, মোহাম্মদ মোশতাক চৌধুরী, শাহাদাত হোসেন টিপু, শাহ মিজান, বাহা উদ্দীন বাহার।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামাল আহমদ। আসর পরিচালনা করেন মামুন হোসেন বিলাল। দ্বিতীয় পর্বে কবি কামাল তৈয়বের জন্ম বার্ষিকী উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান কেমুসাসের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুস সাদেক লিপন এডভোকেট ও সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী। বিজ্ঞপ্তি।