সাহিত্য আসর লেখক তৈরির একটি মহতি প্রয়াস

889-Caption Asorকেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নিয়মিত ৮৮৯ সাহিত্য আসরে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর লেখক তৈরির একটি মহতি প্রয়াস। তাই সাহিত্য আসরের প্রধান কাজ হবে নতুন লেখক তৈরি করা। তাদের উৎসাহ দিয়ে সাহিত্য কাজে মননিবেশ করা। সাথে সাথে নতুন লেখকদের কঠোর সাধনা করতে হবে সাহিত্যে টিকে থাকার জন্য । এজন্য কেমুসাস পরিশ্রমী সাহিত্য কর্মীদের সাথে থাকবে।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যায় কেমুসাস সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিতব্য সাহিত্য আসরে সভাপতিত্ত্ব করেন কোষাধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত। আলোচনায় অংশ নেন কেমুসাসের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক ও সহ-সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কবি সৈয়দ আলী আহমদ, কবি মুকুল চৌধুরী,গল্পকার সেলিম আউয়াল, কবি মামুন সুলতান।
৮৮৯ তম সাহিত্য আসরে লেখাপাঠে অংশ নেন- এখলাছুর রহমান, কামাল আহমদ, শামীমা কালাম, ইছমত হানিফা চৌধুরী, বাদশা গাজী, সৈয়দা মুক্তদা হামিদ, সালেহ রাসেদ, মোঃ আবদুল হক, সিদ্দিক আহমদ, আকরাম সাবিত, আনোয়ার আলী, সাহাব উদ্দীন আহমেদ, জালাল আহমদ, কবির আশরাফ, শাহ মিজান, নাঈমা চৌধুরী, আমিনা শহীদ চৌধুরী মান্না, তাসলিমা খানম বীথি, মোয়াজ্জেম আনাম, মোঃ জাহিদ হাসান, কামাল আহমদ, বাহা উদ্দীন বাহার, হেলাল উদ্দীন দাদন।মামুন হোসেন বিলালের উপস্থাপনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এনায়েতুল্লাহ। সাহিত্য আসরে লেখা পাঠে অংশগ্রহণকারী লেখকদের মধ্যে সেরা লেখক নির্বাচিত হন সালেহ রাশেদ। বিজ্ঞপ্তি।