লামাজীতে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিযোগিতা মূলক টুর্ণামেন্টের আয়োজন করলে খেলোয়াড়েরা প্রতিযোগিতা করার সুযোগ পায়
……………………..আমির উদ্দিন

10965183_766833430077614_1246725076_n copyলামাগাও তালুকপাড়া ইয়ং স্টার কাবের সাবেক খেলোয়াড় ও যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক আমির উদ্দিন বলেন, প্রতিযোগিতা মূলক টুর্ণামেন্টের আয়োজন করলে খেলোয়াড়েরা প্রতিযোগিতা করার সুযোগ পায়। কার চেয়ে কে ভাল সেই প্রতিযোগিতা করে থাকে তারা। তাছাড়া টুর্ণামেন্টে অংশগ্রহণকারী দলগুলোও প্রতিভবান খেলোয়াড়দের খুঁজে আনে। আর এর মাধ্যমেই বেরিয়ে আসে প্রতিভবান খেলোয়াড়। লামাগাও তালুকপাড়া ইয়ং স্টার কাবের সাবেক খেলোয়াড় ও যুক্তরাষ্ট্র প্রবাসী আমির উদ্দিনের উদ্যোগে গতকাল ৩ ফেব্রুয়ারী মঙ্গলবার স্থানীয় পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় মোল্লারগাঁও-র মাঠে বিকালে প্রীতি ফুটবল টুর্নামেন্ট কর্তৃক আয়োজিত এক প্রীতি ফুটবল খেলায় এসব কথা বলেন।

আমির উদ্দিন বলেন, প্রতিযোগিতা মূলক টুর্ণামেন্টের আয়োজন না করলে কে ভাল খেলোয়াড় তা বুঝা যায় না। তাছাড়া খেলাধুলা শরীর ও স্বাস্থ্যের জন্যও সহায়ক এবং বিভিন্ন পাড়া মহল্লা থেকে অনেক ভালো ভালো খেলোয়াড় সৃষ্টি হবে। এক সময় এরা সমাজ ও দেশের সুনাম ভয়ে আনবে। লামাগাও তালুকপাড়া ইয়ং স্টার কাবের পক্ষে যারা খেলছেন, আমির উদ্দন, সিদ্দিকুর রহমান সাদেক, কামাল আহমদ, করিম সিদ্দিকী, সামছুল হক, রায়হান আহমদ, জইন উদ্দিন, কবির আহমদ, জুমন আহমদ, মধু মিয়া, শামসুদ্দিন, বয়েজ কাবের পক্ষে যারা খেলেছেন, জুবায়ের আহমদ লন্ডনী, মিলন আহমদ, ওয়াহিদুজ্জামান রুকন, রুবেল আহমদ, শামস্ উদ্দিন, সুমন আহমদ, আব্দুল আজিজ, শামীম আহমদ, আমিনুর রহমান, বাবুল আহমদ, হারুন প্রমুখ। খেলায় হাড্ডা হাড্ডি লড়াই করে লামাগাও তালুকপাড়া ইয়ং স্টার কাব বনাম বয়েজ কাব এর মধ্যে। খেলায় পাল্টা পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে বয়েজ কাব ১-১ ইয়ং স্টার কাব এর মধ্যে মুখোমুখি হয়। বিজ্ঞপ্তি