বারুতখানা ও চৌহাট্টায় ককটেল হামলা, সাংবাদিক আহত

Abdul-Baten-Faysol_injuredসুরমা টাইমস ডেস্কঃ নগরীর বারুতখানায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কয়েকজন দুর্বৃত্ত। সোমবার সন্ধ্যা ৭টার দিকে আচমকা কয়েকজন দুর্বৃত্ত এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় বলে জানা গেছে। হামলাকারীরা চলমান হরতাল-অবরোধের সমর্থক বলে ধারণা করা হচ্ছে।
এদিকে একই সময় সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ সামসুদ্দীন হাসপাতালের সামনে থেকে ‌’জামায়াত-শিবির’ নেতাকর্মীরা চলমান হরতাল-অবরোধের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করে। মিছিল থেকে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এসময় তাদের ছুঁড়া একটি ককটেল ফটো সাংবাদিক আব্দুল বাতিন ফয়সলের মাথায় লেগে নিচে পড়ে বিস্ফোরিত হয়। এতে তিনি আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
ফটো সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল জানান, তিনি ওসমানী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তিনি বিশ্রামে আছেন। আব্দুল বাতিন ফয়সল  দৈনিক সিলেটের ডাক-এর চীফ ফটোগ্রাফার। এর আগে তিনি সিলেটে দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক হিসাবে দায়িত্ব পালন করেন।