হজ্জ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট অঞ্চলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নগরীর ইউনাইটেড সেন্টারে রমজানের তাৎপর্য- হজ্ব বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হাব সিলেট অঞ্চলের প্রেসিডেন্ট মনসুর আলী খানের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল হকের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এর ব্যবস্থাপক মোঃ হাফিজ আহমদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট জেলার ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) সালমান হায়দার চৌধুরী, আটাব বাংলাদেশের সহ সভাপতি ও সিলেট অঞ্চলের চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার জলিল, বিমানের সিলেট স্টেশন ম্যানেজার শওকত হোসেন প্রমুখ।
রমজান ও হজ্জের তাৎপর্য বিষয়ে আলোচনা করেন জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (রঃ) মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা মুহিব্বুল হক, ছদরুল মুদারিরছ। আলোচনা ও দোয়া মাহফিলে সিলেট অঞ্চলের হাব সদস্য সহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি