দি চাঁদের হাসি চিহ্নিত পারিবারিক স্বাস্থ্য কিনিকে পুষ্টি বিতরণ কার্যক্রম উদ্বোধন

Abdus Jahir Chy Sufian Picগতকাল মঙ্গলবার নগরীর হাউজিং এস্টেটে দি চাঁদের হাসি চিহ্নিত পারিবারিক স্বাস্থ্য কিনিকে পুষ্টি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাগত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
একসেস এর নির্বাহী পরিচালক দীজেন দেবনাথের পরিচালনায় ও দি চাঁদের হাসি চিহ্নিত পারিবারিক স্বাস্থ্য কিনিকের চেয়ারম্যান রোটা. ডা. জুবায়ের আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ডা. এসএম ফরিদুল ইসলাম লতিফি, ডা. মো. এনামুল হক, মাওলানা সাজ্জাদুর রহমান, ডা. হাফিজ আকন্দ, গৌতম রায় প্রমুখ।
প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন নাজমুন নাহার সোমা, অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ফয়েজুল ইসলাম, পবিত্র গীতা পাঠ করেন ডা. বসুন্ধরা আচার্য্য।