চিকিৎসকদের হাতের ছুয়ায় মানবতার কল্যাণ সাধিত হয়

সিলেটে ওয়ার্ল্ড ডেন্টিস ডে উদযাপন অনুষ্ঠানে ডা: এহতেশামুল হক চৌধুরী

Sylhet Dental Sarjon Assosiation  Photo (2) -06-03-15বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা: এহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, চিকিৎসকরা তাদের মেধা মানবতার কল্যাণে ব্যয় করেন। চিকিৎসকদের হাতের ছুয়ায় মানবতার কল্যাণ সাধিত হয়। তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ জন্য তিনি ডেন্টাল সার্জনদেরকে গ্রামীণ এলাকায় চিকিৎসা ক্যাম্প করে মানুষকে সেবা দেয়ার আহবান জানান।
Sylhet Dental Sarjon Assosiation  Photo (1) -06-03-15তিনি গতকাল শুক্রবার ওয়ার্ল্ড ডেন্টিশ ডে উদযাপন উপলক্ষে সিলেট ডেন্টাল সার্জনস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। এসোসিয়েশনের সভাপতি ডা: মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে ও ডা: আরিফুর রহমান এবং ডা: ওরাকাতুল জান্নাত এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডভোকেট মোশাহিদ আলী। এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ডা: আনোয়ার শাহাদাত চৌধুরীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ডা: এম.এ. রকিব। এসোসিয়েশনের কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ডা: এম.এ. শাহেদ। এ সময় উপস্থিত ছিলেন ডা: শেখ মো: আব্দুল্লাহ, ডা: মুশফিকুল হাসান, ডা: নিলুৎপল লস্কর, ডা: নিগাত সীমা, ডা: জুয়েল, ডা: বুলবুল, ডা: আনাম নাজিয়া ইমা প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি