গোয়াইনঘাটে বন্যার্তদের মাঝে “আশা” উদ্দ্যোগে ঔষধু বিতরন

DSC_0731 copyদূর্গেশ চন্দ্র সরকার (বাপ্পী) গোয়াইনঘাট (সিলেট) থেকেঃ গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দির গাঁও এর সালুটিকর আশার ব্রাঞ্চ এর উদ্দ্যেগে ঔষধ বিতরণ করা হয়ছে। গোয়াইনঘাট এলাকায় বন্যা পানি নেমে যায়াতে দেখা দিয়েছে পানিবাহি রোগ ও অনেক রকম সমস্যা। এরনই প্রেক্ষিতে সিলেট জেলার গোয়াইঘাট ও কোম্পানী গঞ্জ এলাকায় বন্যার্তদের বন্যা কবলিত ৫হাজার দরিদ্র মানুষের মাঝে আশার উদ্দোগে বিনামূল্যে ঔষধ বিতমরণ কর্মসূচি হাতে নিয়েছে।এরেই অংশ হিসাবে সালুটিকর আশপাশের এলাকায় সালুটিকর ব্রাঞ্চের আশার’ সদ্যসদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করাহছে সোমবার দুপুর ২টার দিকে ২শ’ জন বন্যা ক্ষতিগ্রস্থ হতদরিদ্র সদস্যদের মাঝে পানিবিশুদ্ধকরণ ট্যাবলেট,ওরস্যালাই ওজেনশিয়ান ভায়োলেট লোশনবিতরণ করা হয়। ঔষধ বিতমরণ কালে উপস্থিত ছিলেন ‘আশা’র কাম্পানীগঞ্জ-গোয়াইঘাট রেজিওনাল ম্যানেজার হারাদন দে, সালুটিকার বাজার শাখা অগ্রনী ব্যাংক লিঃ এর অফিসার (২য় কর্মকর্তা) হাজী মোঃ বাসির উদ্দিন সিদ্দিকী ,সালুটিকর আশা’র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মাসুক মিয়া এ্যাসিস্ট্যান ম্যানেজার মোঃ সৈয়দ আলী, লোন ম্যানেজার মোঃ গিয়াস উদ্দিন,লিটন সরকার,বিমল মল্লিক, ও এলাকার গণ্যমন্য ব্যাক্তিবর্গ। কাম্পানীগঞ্জ-গোয়াইঘাট রেজিওনাল ম্যানেজার হারাদন দে, ঔষদ পত্র বিতরণ কালে বলেন ব্যানা কবলিত দুর্দশা গ্রস্থ মানুষেরা দূর্যোগ মোকাবেলায় দূঢ় প্রত্যয়ী হওয়ার আশাবাদ ব্যাক্ত করেন। বিজ্ঞপ্তি