সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক উন্নয়ন পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট কোম্পানীগঞ্জ সড়ক উন্নয়ন পরিষদের উদ্যোগে ২৬ জানুয়ারী ২০১৫ইং রোজ সোমবার বিকাল ৩ ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক পূনঃনির্মাণের দাবিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিষদের আহ্বায়ক মোঃ আজিজুর রহমান আজিজ এর সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুল্লাহ জাবেদ এর পরিচালনায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্য থেকে অভিমত উপস্থাপন করে বক্তব্য রাখেন ধূমপান ও মাদক মুক্ত সংগঠনের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মোঃ আব্দুল নুর, থানা সদর যুব সংস্থার সভাপতি ডাঃ মোঃ নুরুল আমিন, সাধারন সম্পাদক মোঃ সালেহ আহমদ, লাছুখাল যুব সংঘের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক জুনাইদ আহমদ, সাংগঠনিক সম্পাদক ওয়াজ উদ্দিন, সমাজ সেবক মোঃ নুরুজ্জামান, মানবাধিকার কর্মী মোঃ আব্দুল আলীম ভূইয়া, আব্দুল গাফ্ফার শিমুল, মোঃ সোহেল আহমদ, ছাত্রনেতা শফিকুল ইসলাম, বুড়দেও যুব উন্নয়ন কাবের সভাপতি সালেহ উদ্দিন খান, সমাজ কর্মী তুফায়েল আহমদ, দক্ষিণ রনিখাই সমাজ কল্যাণ সংসদ এর সভাপতি হিফজুর রহমান, দক্ষিণ রনিখাই ক্রীড়া সংস্থা’র সদস্য নাজমুল হাসান আনসার ও সমাজ কর্মী মোজাম্মেল মিয়া । সভায় উপস্থিত পরিষদের নেতৃবৃন্দ ও অন্যান্য বিভিন্নস্তরের যুব নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আগামী ৪ঠা ফেব্রুয়ারী রোজ বুধবার সকাল সাড়ে ১০ টায় সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক পুনঃনির্মাণের দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে সর্বস্তরের জনসাধারনকে নিয়ে অবস্থান কর্মসূচী ও দুপুর সাড়ে ১২টায় মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবরে মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মত বিনিময় সভায় বক্তারা বলেন, সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কটি পুনঃনির্মাণের দাবিটি এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। ইতিপূর্বে পরিষদের পক্ষ থেকে বিগত ৬ জানুয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলাবাসীর প্রাণের দাবি সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক পুনঃনির্মাণ অবিলম্বে কোম্পানীগঞ্জবাসী দেখতে চায়। আগামী ৪ঠা ফেব্রুয়ারী রোজ বুধবার সকাল সাড়ে ১০ টায় সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক পুনঃনির্মাণের দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারনকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য পরিষদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তি