বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর.এ গনি’র ইন্তেকালে প্যানেল মেয়র কয়েস লোদীর শোক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক সফল মন্ত্রী ও সংসদ সদস্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশ্বস্ত সহচর ড. আর.এ গনি’র ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
শুক্রবার এক শোক বার্তায় সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন- মরহুম ড. আর.এ গনি ছিলেন আপাদমস্থক জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠার এক অগ্রসেনানী। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে গণমানুষের প্রিয় সংগঠন বিএনপি প্রতিষ্ঠায় তিনি যেভাবে অগ্রভাগে ছিলেন। তিনি আমৃত্যু জাতীয়তাবাদের পক্ষে প্রতিনিধিত্ব করে গেছেন। দেশ ও জাতির চরম ক্রান্তিলগ্নে তাঁর চলে যাওয়া গনতন্ত্র চলমান পুনরুদ্ধার আন্দোলনের জন্য এক অপুরনীয় ক্ষতি হল। আল্লাহ মরহুম ড. আর.এ গনিকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও তাঁর পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দান করুন। আমীন।