অবরোধে চা ব্যবসায় ধস

Tea Garden Labourসুরমা টাইমস ডেস্কঃ লাগাতার অবরোধ ও হরতালের কারণে মৌলভীবাজারের বাগান থেকে নিলামে পাঠানো যাচ্ছে না চা। এর ফলে গুদামে জমে আছে প্রায় ৫০ লাখ কেজি চা পাতা। দেশের বেশির ভাগ চা উৎপাদিত হয় মৌলভীবাজার জেলায়। কিন্তু নিলাম কেন্দ্র না থাকায় তা বিক্রির জন্য নিয়ে যেতে হয় চট্টগ্রামে। অবরোধ আর হরতালে চট্টগ্রাম না পাঠাতে পারায়, ভালো উৎপাদন হওয়ার পরও লাভ ঘরে তুলতে পারছেন না বাগান মালিকরা। মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি কামাল আহমদ জানান, দীর্ঘদিন গুদামে পড়ে থাকলে আর্দ্রতা কমে, চা শুকিয়ে গুণগত মান নষ্ট  হয়ে যাবে।