ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড সিলেট অঞ্চলের ব্যবস্থাপক সম্মেলন

অচিরেই এজেন্ট ব্যাংকিং চালু হলে ব্যাংক সেক্টরে একটি নতুন দিগন্তের উন্মোচন হবে
——আবুল কাশেম মোঃ শিরিন

Dutch Bangla Bank Photo (1) -02-05-15ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড সিলেট অঞ্চলের ব্যবস্থাপক সম্মেলন গতকাল শনিবার ব্যাংকের সিলেটের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবুল কাশেম মোঃ শিরিন। বড়লেখা শাখার ম্যানেজার হারুনুর রশিদ-এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে সিনিয়র অফিসার শাহ নূর চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট শাখার ব্যবস্থাপক হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে ডাচ্ বাংলা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবুল কাশেম শিরিন বলেছেন, অচিরেই এজেন্ট ব্যাংকিং চালু হলে ব্যাংক সেক্টরে একটি নতুন দিগন্তের উন্মোচন হবে। তিনি আরো বলেন, ডাচ্ বাংলা ব্যাংক অচিরেই কিউসি ব্যবস্থা চালু করে গ্রাহকদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। যাতে সহজভাবে গ্রাহকরা ব্যাংকে সেবা পেতে পারেন সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই তাদের পাঠানো ফরেন রেমিটেন্স সহজভাবে তার প্রাপকের হাতে সেবার মানসিকতা নিয়ে পৌঁছে দিতে হবে। এ ব্যাপারে ডাচ্ বাংলা ব্যাংক আরো সহজ ও সুবিধাজনক ভাবে গ্রাহকদের সেবা করতে কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। ব্যবস্থাপক সম্মেলনে সিলেট বিভাগের ১৫টি শাখার ব্যবস্থাপক ও উপ-ব্যবস্থাপক অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি