‘তানিয়া গোটাটিকর এলাকার কেউ না : সাংবাদিক মুমতাজ ষড়যন্ত্রের শিকার’

গোটাটিকর এলাকাবাসীর মানবন্ধনে বক্তারা

sylhet-1সিলেটের বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক মানবজমিন এর বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজ আহমদের উপর থেকে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, নি:শর্ত মুক্তির দাবিতে গোটাটিকর এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা গোটাটিকর এলাকায় বিভাগীয় কমিশনার কার্যলয়ের সামনে গোটাটিকর এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন, আমরা বিভিন্ন পত্রিকা থেকে জানতে পারি সিলেটের বিশিষ্ট সাংবাদিক চৌধুরী মুমতাজকে পুলিশ সাজানো মামলায় গ্রেফতার করেছে। ওই ষড়যন্ত্র মূলক মামলার বাদী পুলিশের সোর্স তানিয়া ইয়াসমিন মনির ঠিকানা ঐতিহ্যবাহি গোটাটিকর এলাকায় উল্লেখ করা হয়েছে। বিতর্কিত ওই মহিলার নাম গোটাটিকর এলাকায় উল্লেখ করে এলাকার মান খুন্ন করা হচ্ছে। প্রকৃত পক্ষে পুলিশের সোর্স তানিয়া গোটাটিকর এলাকার কেউ না। প্রবীন সাংবাদিক চৌধুরী মুমতাজ ষড়যন্ত্রের শিকার। এলাকাবাসী তার নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন, এডভোকেট তাজ উদ্দিন আহমদ, গোটাটিকর ব্রাদার্স্ ক্লাবের সভাপতি বাবর আহমদ, সাধারণ সম্পাদক এনাম আহমদ, সদস্য নুরউদ্দিন। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিনিদিন এর সিলেট ব্যুরো প্রধান ও সিলেট ভিউ ২৪ সম্পাদক শাহ দিদার আলম নবেল, শ্যমল সিলেটের সিনিয়র ফটো সাংবাদিক সাব্বির আহমদ ফয়েজ, রিপোর্টার সৈয়দ বাপ্পি, সাংবাদিক মিসবাহ উদ্দিন আহমদ, রাশেদুল হোসেন সুয়েব, নিজামুল হক লিটন, শিপন আহমদ, মনসুর আলী মাসুম, আনোয়ার হোসেন, সুজন আহমদ, শেখ আব্দুল মজিদ, তরুন শিক্ষাবিদ তায়েব আহমদের পরিচালনায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য ও উপস্থিত ছিলেন, জনতা ক্লাবের শিক্ষা সম্পাদক এনএইচ শিপু, নজরুল হোসেন, জহির আহমদ, লেচু মিয়া, নওশিন, জুবের আহমদ, আব্দুল খালিক, আব্দুল আহাদ, আওয়াল মিয়া, ফরিদ মিয়া, ইউনুস মিয়া, পারভেজ, মিন্টু, এরশাদ, মামুন, আব্দুল মুমিন, আব্দুস সালাম, তানভির, সাকিল, মিলাদ, জুবের আহমদ, আব্দুল মান্নান, সাজু, জামাল মিয়া, বাবুল, রাসেল, রুবেল হিরা, সাদিক, বিল্লাল, রুমান, সজিব, জাবির, কুটি, সোলেমান, দিলোয়ার হোসেন, কয়েস আহমদ, ইসলাম, নুরুল ইসলাম, বাশার, কাদির, সিদ্দিক, ফয়সল, কুনু মিয়া, শাহ জাহান মিয়া, সোহেল, জুবের আহমদ, হাবিব, ফরহাদ, ছাইদ, লিটন, হেলাল, বেলাল, শফিক, আব্দুস শহিদ মেম্বার, জাহাঙ্গীর কামাল, কলন্দর, আখলাক, আবুল কালাম প্রমূখ। এছাড়া মানববন্ধনে গোটাটিকর বিসিক এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ী ও শ্র্রমিকরা স্বতষ্ফোর্ত ভাবে অংশগ্রহন করেন। বিজ্ঞপ্তি