তথ্যমন্ত্রী ও ঢাবি উপাচার্যসহ ২৫ জনকে হত্যার হুমকি

full_1212061949_1434458212সুরমা টাইমস ডেস্কঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ দেশের ২৫ নাগরিককে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম।
আনসারুল্লাহ বাংলা টিম-১৩ এর প্যাডে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পাঠানো এক চিঠিতে এ হুমকি দেওয়া হয়।
হুমকি সম্বলিত চিঠিতে- ‘প্রথম আঘাতে যাদের নিশ্চিহ্ন করা হবে তাদের একটি প্রাথমিক তালিকা দেওয়া হলো’ লিখে ওই ২৫ ব্যক্তির নাম দেওয়া হয়েছে।
তারা হলেন- বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, ঢাবির ইতিহাস বিভাগের শিক্ষক ও ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহরিয়ার কবির, মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, বিশিষ্ট লেখক ও শিক্ষক অধ্যাপক জাফর ইকবাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, উপস্থাপিকা নবনীতা চৌধুরী, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, গণজাগরণ মঞ্চের একাংশের নেতা কামাল পাশা চৌধুরী, দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক শাহীন রেজা নূর, গণজাগরণ মঞ্চের কর্মী মাহমুদুল হক মুন্সী বাঁধন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ব্লগার কানিজ আকলিমা সুলতানা, গণজাগরণ মঞ্চের কর্মী এস এম শাহীন, আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক আরাফাত রহমান, সাংবাদিক মুন্নী সাহা, বৈশাখী টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল এবং সাংস্কৃতিক কর্মী সঙ্গীতা ইমাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. এ এম আমজাদ এ বিষয়ে বলেন, ‘মঙ্গলবার দুপুরে ডাকযোগে পাঠানো একটি চিঠিতে ওই হুমকি দেয়া হয়। মঙ্গলবার ঢাকা জিপিও থেকে পোষ্ট করা চিঠিটি মঙ্গলবারই ভিসি স্যারের কার্যালয়ে পৌঁছে।’
তিনি বলেন, ‘দেশের বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকির বিষয়টি নিয়ে মঙ্গলবারই শাহবাগ থানায় জিডি করা হয়েছে (জিডি নং: ৮৪০)। যারা বুদ্ধিবৃত্তিক প্রগতিশীলতার চর্চা করেন তাদেরকে টার্গেট করে যেভাবে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে সেটা সত্যিই উদ্বেগজনক।’
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহর প্যাডে পাঠানো ওই চিঠিতে বলা হয়, ‘কাফেরদের যোগসাজশে নিষিদ্ধ করা হয়েছে অনেক ধর্মীয় সংগঠন। সম্প্রতি নিষিদ্ধ করা হলো ‘আনসারুল্লাহ বাংলা টিম’কে। কিন্তু ইসলামের জিহাদী আদর্শে বলীয়ান এই টিম কোন নশ্বর মানবসৃষ্ট সরকারের আদেশের পরোয়া করে না।’
এর আগে গত ২রা জুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ঢাবি উপাচার্যসহ ৭ বিশিষ্টজনকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয় আনসারুল্লাহ বাংলা টিম। তার কিছুদিন আগে ঢাবি উপাচার্যসহ ১০ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দেয় সংগঠনটি।