জামিন চাইতে এসে কারাগারে পাপিয়া

paya_70268সুরমা টাইমস ডেস্কঃ বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াকে কারাগারে পাঠিয়েছে ঢাকা সিএমএম আদালত।
নাশকতার ৯ মামলায় মঙ্গলবার তিনি ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রর্থণা করেন।
ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান পল্টন থানার পাঁচ মামলায় এবং ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান লালবাগ থানার এক মামলায় এবং ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন মিরপুর থানার ৩ মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলাগুলিতে তিনি এর আগে হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন গ্রহণ করেন। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন পাপিয়া।
আসামি পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কাজী নজিব উল্লাহ হিরু, মাসুদ আহমেদ তালুকদার, মোহসীন মিয়া, ওমর ফারুক ফারুকী প্রমুখ জামিন আবেদনের পক্ষে শুনানি করেন।